বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


নির্বাচন নিয়ে অবস্থান জানাল বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি জানিয়েছে, বর্তমান রাজনৈতিক অবস্থায় কোনোমতেই নির্বাচনে যাবে না তারা।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় বিভিন্ন ইস্যু তৈরি করে নেতাকর্মীদের গ্রেপ্তার ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে দলটি।

বিএনপির নেতাকর্মীদের আটকের প্রতিবাদে আয়োজন করা এই সংবাদ সম্মেলনে কথা বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে গণতন্ত্রের সকল পরিসর একেবারেই সংকীর্ণ করে ফেলছে সরকার। পরিকল্পিতভাবে দেশে বিরাজনীতিকরণের প্রক্রিয়া চলছে, বিশেষ করে বিএনপি নির্মূলের নীলনকশা করেছে তারা।

এর অংশ হিসেবে ২০১৪ সালে একতরফা এবং ২০১৮ সালে আগের রাতে নির্বাচন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতামত বাদ দিয়ে প্রতিনিধিত্বহীন সংসদ গঠন করেছে আওয়ামী লীগ। আগামী নির্বচনকে সামনে রেখে নিজেরাই সহিংসতা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। আটক বা গ্রেপ্তার সব নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে এমনটি করা হচ্ছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে ক্ষমতা হারানোর ভয়ে এসব করছে আওয়ামী লীগ সরকার। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার বা নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচনে যাবে না বিএনপি।

সংবাদ সম্মেলনে বিএনপির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান বলেন, মিলাদ শেষে নেতাকর্মীদের নিয়ে গুম হওয়া ছাত্রনেতা সাজেদুল ইসলামের অসুস্থ মাকে দেখতে গিয়েছিলাম আমরা। ওসির নেতৃত্বে অর্ধ শতাধিক পুলিশ বাড়িটি ঘিরে হামলা, মারধর, আক্রমণ ও গ্রেপ্তার করেছে। এ সময় ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক সেখানে উপস্থিত ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ