আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মুগদার মারকাযুল ফুরকান আইডিয়াল মাদরাসা সীরাতুন্নবী সা. মাহফিলের আয়োজন করেছে। আগামী ৬ নভেম্বর (শনিবার) মান্ডা শেষ মাথা গার্মেন্টসের সামনে মাহফিলটি অনুষ্ঠিত হবে।
প্রধান অতিধি হিসেবে থাকবেন- বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরী। প্রধান মেহমান হিসেবে থাকবেন- মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের সভাপতি, জামিয়া ইসলামিয়া ইসহাকিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শাইখুল হাদিস আল্লামা আব্দুর রহমান উজানী।
বাইতুল মোকাররমের ভারপ্রাপ্ত খতিব ও মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের উপদেষ্টা মুফতি আব্দুল্লাহিল বাকি আল-নদভীর সভাপতিত্বে আলোচনা করবেন- মাওলানা নজরুল ইসলাম কাসেমী, মাওলানা নজির আহমদ, মাওলানা হাসান জামিল, মাওলানা শাহ তৈয়্যেব আশরাফ, মাওলানা তোফাজ্জল হোসাইন, মুফতি মাসুম মাহমুদী, মুফতি বোরহান উদ্দিন আল আজিজী, মাওলানা মাহমুদুল হাসান ফেরদৌস কুয়াকাটা, মুফতি রফি উদ্দিন মাহমুদ নূরী, মুফতি শাহ আহমাদুল্লাহ উজানভী।
সার্বিক ব্যবস্থাপনা করবেন- মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা মোশাররফ হোসাইন মাহমুদ।
এনটি