বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


অনুমোদন পেল আরেকটি বেসরকারি এয়ারলাইন্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি আরেকটি বিমান সংস্থা অনুমোদন দিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বেবিচক। এয়ার অ্যাস্ট্রা নামের বেসরকারি উড়োজাহাজ সংস্থাটিকে নো অবজেকশন সার্টিফিকেট বা অনাপত্তি সনদ (এনওসি) দিয়েছে বেবিচক।

আজ বৃহস্পতিবার, ৪ নভেম্বর, এ অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে।

এয়ার অ্যাস্ট্রার প্রধান নির্বাহী কর্মকর্তা, সিইও, ইমরান আসিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, এয়ারলাইন্স প্রতিষ্ঠান হিসেবে তালিকাভুক্তি এবং ফ্লাইট পরিচালনার জন্য গত ২১ সেপ্টেম্বর বেবিচকের কাছে আবেদন জমা দেওয়া হয়। আজ বৃহস্পতিবার, ৪ নভেম্বর, এনওসি দিয়েছে তারা।

তিনি আরো বলেন, পরবর্তী প্রক্রিয়া হিসেবে এয়ার অপারেটর সার্টিফিকেট বা এওসির জন্য আবেদন করা হবে। সব অনুমোদন ও প্রক্রিয়া শেষ হলে আগামী বছর তথা ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে অপারেশন শুরু করবে এয়ার অ্যাস্ট্রা। এর আগে ইমরান আসিফ জানিয়েছিলেন, হারুন অর রশিদ নামে জাপানে বসবাসকারী একজন বাংলাদেশি ব্যবসায়ী এয়ার অ্যাস্ট্রার অর্থায়ন করছেন।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশে আরো দুটি বেসরকারি এয়ার সংস্থা তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সে দুটি হলো— ইউএস-বাংলা এয়ারলাইন্স ও নভোএয়ার। এর পাশাপাশি রয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ