বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


কমলাপুর রেলস্টেশনে উপচেপড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রতিবাদে শুক্রবার (৫ নভেম্বর) সকাল ৬টা থেকে সারা দেশে ধর্মঘট ডেকেছে বাস-ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতি। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দিলেও এদিন থেকে অনির্দিষ্টকালের জন্য এসব পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা।

শুক্রবার গণপরিবহন বন্ধ থাকার কারণে রাজধানীতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দেশের বিভিন্ন জেলা থেকে চাকরির পরীক্ষা দিতে আসা মানুষগুলো বাড়ি ফিরতে ভিড় করছেন কমলাপুর রেলস্টেশনে।

গাজীপুর থেকে আসা প্রশান্ত বলেন, গণপরিবহন না থাকায় এখন কমলাপুর রেলস্টেশনে এসেছি। কিন্তু এখানে এসে টিকিট পাচ্ছি না। প্রচুর ভিড়।

নিশান নামে এক পরীক্ষার্থীর সঙ্গে কথা হলে তিনি বলেন, রাজশাহী যাবো, কিন্তু গাবতলী বাস টার্মিনালে গিয়ে দেখি সব বাস বন্ধ। তাই কমলাপুর রেলস্টেশনে টিকিট কাটতে লাইনে দাঁড়িয়ে আছি।

আব্দুর রহিম নামে আরেক শিক্ষার্থী বলেন, হঠাৎ সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধি করায় মালিক সমিতি বাস বন্ধ করে দিয়েছে, এতে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন। পরীক্ষা শেষে বাড়ি ফিরবো এখন দেখি সব গণপরিবহন বন্ধ। তাই বাধ্য হয়ে ট্রেনে করেই নোয়াখালী যেতে হবে। কিন্তু এসে টিকিট পাচ্ছি না। দাঁড়িয়ে আছি, টিকিট পেলে বাড়ি ফিরতে পারবো।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ