বুধবার, ২১ জানুয়ারি ২০২৬ ।। ৭ মাঘ ১৪৩২ ।। ২ শাবান ১৪৪৭


‘ফেরি উদ্ধারের পর দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সব সংস্থার তদন্ত প্রতিবেদন আসার পরেই ফেরি ডোবার কারণ জানা যাবে বলে জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়ের জাতীয় সংসদীয় কমিটির তদন্ত দল।

শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে মানিকগঞ্জের পাটুরিয়ায় পাঁচ নম্বর ঘাটে ঘটনাস্থল পরিদর্শন করে এ কথা জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্যরা।

এ সময় তারা ঘটনাস্থল ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। সরকারিভাবে ডুবে যাওয়া ফেরি উদ্ধার করতে না পারায় এ দায়িত্ব বেসরকারি একটি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পরই দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান তারা।

এ ছাড়াও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন তদন্ত দল। পরে আমানত শাহ ফেরির পাশ ঘুরে দেখেন তারা। এতে উদ্ধারে ব্যর্থতাসহ ঘটনার সঙ্গে কেউ দায়ী হলে তা বের হবে বলে জানিয়েছেন তদন্তকারী সংসদীয় কমিটি।

নৌপরিবহন মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সিনিয়র সহসভাপতি মো. মাজাহারুল হক প্রধান জানান, দুর্ঘটনাকবলিত নৌযানকে তুলে সময় লাগবে। এই মুহূর্তে এমন কোনো শক্তিশালী যন্ত্র নেই, যে সরকারের মাধ্যমে এটা আমরা তুলতে পারব। ফেরি তুলতে গিয়ে আমাদের ক্রেন ব্যর্থ হয়েছে, এত লোড নেওয়া ক্ষমতা নেই ক্রেনটির। এ জন্য একটি কোম্পানিকে ফেরিটি উদ্ধার করতে দেওয়া হয়েছে। ফেরি উদ্ধারের পর তার তলদেশ পরীক্ষা-নিরীক্ষা করে বোঝা যাবে, যে কোথায় সমস্যা হয়েছে এবং কেন দুর্ঘটনা শিকার হয়েছে, সেটাও উদঘাটন হবে। তখন ফেরি ডোবার কারণে জানাতে পারব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ