রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :

মুক্তি পেলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: জামিনে মুক্তি পেয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় কাশিমপুর কারাগার থেকে তিনি বের হোন।

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল বিষয়টি আওয়ার ইসলামকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ড. আহমদ আবদুল কাদেরের বিরুদ্ধে ৫টি মামলা ছিল। গত ১ ডিসেম্বর সর্বশেষ মামলা থেকে তিনি জামিন পান। সার্বিক প্রক্রিয়া সমাধানে প্রায় ৮দিন সময় লাগায় তিনি আজ সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগার থেকে বের হোন।

কারাগার ফটকে সংগঠনের মহাসচিবকে ফুলের অভ্যার্থনা দিয়ে রিসিভ করেন- সংগঠনের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, ভারপ্রাপ্ত মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্মমহাসচিব অধ্যাপক মোঃ আবদুল জলিল, গাজীপুর মহামগরী সাধারণ সম্পাদক খন্দকার রুহুল আমীন, ইসলামী ছাত্র মজলিস গাজীপুর জেলা সভাপতি নাঈমুল ইসলাম।

এর আগে গত ২৪ এপ্রিল শনিবার পশ্চিম আগারগাঁওয়ে মেয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ