মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


রাজধানীতে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহতের পরনে একটি কালো রঙের বোরকা ছিল।

ঢাকা বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী ইনচার্জ (এএসআই) সানু মং গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, কুড়িল বিশ্বরোড ওভারব্রিজের নিচে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন ওই নারী। জামালপুরগামী কমিউটার ট্রেন তাকে এ সময় ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ