মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে আটকা ৪ ফেরি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘন কুয়াশার কারণে সাময়িক সময়ের জন্য পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। সকাল ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি মাঝ নদীতে নোঙর করে আছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৮টায় ফেরি বন্ধ করা হয় বলে নিশ্চিত করেন পাটুরিয়া ঘাটের ব্যবস্থাপক সালাম হোসেন।

তিনি জানায়, সকাল ৮টার দিকে মাঝ পদ্মায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। ফলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় যাত্রী ও যানবাহন নিয়ে ৪টি ফেরি দিক নির্ণয় করতে না পারায় নোঙর করে আছে। কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হবে।

জানা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ