মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ইভ্যালিকে ২.৩৫ কোটি টাকা উত্তোলনের অনুমতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ই-কমার্স প্ল্যাটফর্ম ইভ্যালিকে হাইকোর্ট গঠিত পরিচালনা পর্ষদের পারিশ্রমিক দেয়াসহ কোম্পানি পরিচালনার জন্য সাউথ ইস্ট ব্যাংক এবং সিটি ব্যাংকে জমা দেওয়া ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলনের অনুমতি দিয়েছেন হাইকোর্ট।

রবিবার এক আবেদনের শুনানির সময়, আদালত একই উদ্দেশ্যে কোম্পানিটিকে তার ২২টি গাড়ি বিক্রি বা ভাড়া দেওয়ার অনুমতি দেন।

সেই সঙ্গে আদালত বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ডকে ইভ্যালির কারাগারে থাকা প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল ও চেয়ারপারসন শামীমা নাসরিনের ব্যয়সহ সম্পদের বিবরণ জমা দিতে বলেছে।

হাইকোর্ট পুলিশের মহাপরিদর্শককে রাজধানীর ধানমন্ডি এলাকায় ইভ্যালি অফিসে কর্মকর্তা-কর্মচারী এবং আমানতকারীদের যারা তাদের জমানো টাকা ফেরত পেতে ভিড় করছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করার নির্দেশও দিয়েছেন আদালত।

ইভ্যালির এক সংক্ষুব্ধ গ্রাহক মো. ফরহাদের আইনজীবী সৈয়দ মাহসিব হোসেন জানান, ইভ্যালির পরিচালনা পর্ষদের পক্ষে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে আইনজীবী মোরশেদ আহমেদ খানের করা আবেদনের শুনানি শেষে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ এ আদেশ দেন।

ফরহাদ হোসেনের করা আবেদনের পরিপ্রেক্ষিতে, হাইকোর্ট গত বছরের ১৮ অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি বোর্ড গঠন করে, যাতে কারাগারে থাকা পরিচালকদের অনুপস্থিতিতে ইভ্যালি পরিচালনা করা যায় এবং এই প্ল্যাটফর্মের ঋণদাতাদের অর্থ ফেরত দেওয়ার উপায় খুঁজে বের করা যায়।

গত বছরের ২২ সেপ্টেম্বর কোম্পানি বেঞ্চ একটি নিষেধাজ্ঞার আদেশ জারি করে ইভ্যালিকে। যেখানে ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ বিক্রি ও স্থানান্তরে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ