মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৬ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


পোস্তগোলায় গার্মেন্টসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর পোস্তগোলায় শ্যামপুর লাল মসজিদের পাশে আলম গার্মেন্টসে আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৮টি ইউনিটের আড়াই ঘণ্টার প্রচেষ্টায় এ আগুন নিয়ন্ত্রণে আসে।

শনিবার রাত পৌনে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেতরে দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর কর্মীদের বেশি সময় লেগে যায়।

শনিবার মধ্যরাত সোয় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শ্যামপুর সাত তলা ভবনের চতুর্থ তলায় রাত পৌনে ১২টার দিকে আলম গার্মেন্টসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথমে পাঁচটি ইউনিট, পরে আরও তিনটি ইউনিট যোগ দেয়। আড়াই ঘণ্টারও বেশি সময় পর আগুন নিয়ন্ত্রণে আসে।

তিনি আরও বলেন, আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন জানা যায়নি। তদন্তের পর জানা যাবে।

স্থানীয়রা জানায়, আগুন লাগা চতুর্থ তলায় গার্মেন্টসটির পোশাক ফিনিশিংয়ের কাজ চলত।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ