মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন করোনা পজিটিভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পজিটিভ হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা (অ্যাটর্নি জেনারেল) এ এম আমিন উদ্দিন (৫৯)।

গতকাল রোববার সর্দি-কাশির উপসর্গ নিয়ে তিনি নমুনা পরীক্ষা করেছিলেন। তাতে ফল ‘পজিটিভ’ আসে।

সোমবার অ্যাটর্নি জেনারেল সংবাদমাধ্যমকে বলেন, ‘সামান্য সর্দি কাশি হয়েছিল। পরে গতকাল রবিবার কোভিড টেস্ট করালে রিপোর্ট পজেটিভ আসে। বাসাতেই আইসোলেশনে আছি। শারীরিক কোনো সমস্যা নাই। এমনকি সর্দি-কাশিও নাই। ভালো আছি। আমার জন্য দোয়া করবেন।’

সংক্রমণ ঘটলেও বড় কোনো জটিলতা নেই বলে জানিয়েছেন তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম মারা যাওয়ার পর ২০২০ সালের ৭ অক্টোবর এ এম আমিন উদ্দিন এ পদে নিয়োগ পান।

তিনি তখন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ