আওয়ার ইসলাম ডেস্ক: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত কর্মহীন ১৩ পরিবারকে স্বাবলম্বী করতে ১১টি রিক্সা বিতরণ করেছে বেসরকারি সেবা সংস্থা পিপলস ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)। এছাড়াও একটি অসহায় পরিবারে ক্ষুদ্র ব্যবসা ও একটি পরিবারকে মুদি দোকানের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর, যাত্রাবাড়ি, মনিপুর, ডেমরায় এই বিতরণ কার্যক্রম করা হয়েছে।
সারা দেশে সেবা মূলক কাজের ধারাবাহিকতায় সংস্থাটির পকআষ থেকে গত ডিসেম্বরে কুড়িগ্রাম জেলায় নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ ৪৬টি পরিবারে বিশুদ্ধ খাবার পানির জন্য গভীর নলকূপ ও স্যানিটেশন করে দেওয়া হয়। এছাড়াও ১০টি পরিবারের কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন বিতরণ করেছে সংস্থাটি।
এছাড়াও দুটি পরিবারকে ইজিবাইক, চারটি পরিবারকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। এবং সুশিক্ষার লক্ষ্যে লালমনিরহাট জেলায় ৭দিন ব্যাপী শিক্ষিকা প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। এতে প্রশিক্ষক হিসেবে ছিলেন, শায়খ ক্বারী হারিসুল ইসলাম এবং মুফতি ইমাদুদ্দীন হাফি. প্রমূখ।
২০১২ সাল থেকে ধারাবাহিকভাবে সুশিক্ষা, সেবা, পূণর্বাসন, স্বাবলম্বী সহ নানাবিধ সেবা মূলক
কাজ করে আসছে (সরকার অনুমোদিত বে-সরকারি সেবা সংস্থা) পিপলস ইমপ্রুভমেন্ট
সোসাইটি অফ বাংলাদেশ পিসব।
এনটি