মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


ডিএমপির ১১ কর্মকর্তাকে রদবদল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদমর্যাদার ১১ কর্মকর্তাকে রদবদল করা হয়েছে।

সোমবার (১৭ জানুয়ারি) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেনকে রূপনগর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ভাটারা থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) পিযুষ কুমার সরকারকে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), তেজগাঁও শিল্পাঞ্চল থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. শরিফুল ইসলামকে তুরাগ থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত), ডিবি মতিঝিল বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. মোরশেদ আলমকে ভাটারা থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মোকাম্মেল হককে ডিবি মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিবি মিরপুর বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক নয়ন দাসকে রূপনগর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়াও ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমানকে ডিবি-সাইবার স্পেশাল ক্রাইম বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক, ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ তোফাজ্জল হোসেনকে মোহাম্মদপুর থানায় নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন), ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদারকে ডিবি মতিঝিল বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক ও ডিএমপির লাইনওয়ারের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আন্দুল কুদ্দুসকে ডিবি মিরপুর বিভাগে নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ