আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাবির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করছেন আওয়ামী লীগ নেতারা।
এ জন্য আজ মঙ্গলবার বেলা ১টায় বিশ্ববিদ্যালয়টির ক্যাম্পাসে যান দলটির একটি প্রতিনিধিদল। আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্ব এ দলে ছিলেন দলটির সিলেটের নেতারা।
আওয়ামী লীগের একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন প্রতিনিধিদেলের নেতারা। এ জন্য শিক্ষার্থীদের ধৈর্য ধারার আহবান জানানো হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের হল পরিদর্শন শেষে সেখানকার প্রশাসনের সঙ্গে কথা বলেন তারা।
এদিন ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমদের পদত্যাগ দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে অবস্থান নিয়েছেন শিক্ষার্থী। সকাল থেকে ভিসি পদত্যাগ না পর্যন্ত হলে না ফেরার ঘোষণা দিয়েছেন তারা।
এক দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের সবগুলো গেটে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। তার আগে উপচার্যের কার্যালয় ও প্রশাসনিক ভবনসহ সব একাডেমিক ভবনে তালা দেওয়া হয়। ভিসিকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলছেন, উপাচার্যকে আমরা ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করছি। এই ক্যাম্পাস থেকে তাকে চলে যেতে হবে। এ বিষয়ে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বরাবর চিঠি দিব আমরা। ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে এবং হল বা ক্যাম্পাস ছেড়ে কোনো শিক্ষার্থী যাবে না বলেও উল্লেখ করা হয়।
এদিকে, পুরো ঘটনার সার্বিক বিষয় খতিয়ে দেখতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ৮ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে।
ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন, কমিটিকে দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের পদত্যাগসহ ৩ দফা দাবিতে গত বৃহস্পতিবার থেকে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এর মধ্যেই রোববার, ১৬ জানুয়ারি, ভিসিকে অবরুদ্ধ করার ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়।
ওই সময় শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এ ছাড়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে রাবার বুলেট, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এদিন পুলিশের হামলায় কমপক্ষে ৩০ জন শিক্ষার্থী আহত হন। এরপর প্রশাসন অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে এবং গতকাল সোমবার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়।
-এটি