আলী যুবায়ের খান: ‘Vemday অনলাইন শপিং’ এর নামে প্রতারণার অভিযোগ ওঠেছে। এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরুর পর থেকে বিভিন্ন ধরনের অফার দিয়ে ক্রেতাদের নজর কাড়ে।
১৯৯টাকায় hair straightener, ১০০টাকায় featured phone, ৭১ টাকায় body spray, ১৬টাকায় হুডি, ১৬টাকায় mi band5 ঘড়িসহ এমন অনেক পণ্যের বিজ্ঞাপন দিচ্ছে প্রতিষ্ঠানটি।
অর্ডার কনফার্ম করেও নির্দিষ্ট সময়ের পরেও পন্য হাতে পাচ্ছেন না ক্রেতারা। ‘Vemday অনলাইন শপিং’ পেজের বিভিন্ন পোস্টের কমেন্টে পন্য না পাওয়ার বিষয়ে অভিযোগ করতে দেখা গেছে।
রাইসুল ইসলাম নামে এক ক্রেতা আওয়ার ইসলামকে জানান, তিন সপ্তাহ আগে ১০০ টাকার একটি মোবাইল ফোন অর্ডার করেছিলাম, এখনো পণ্য হাতে পাইনি। তাদের কে বললে বলে, ‘অর্ডার বেশি হওয়ায় পন্য দিতে দেড়ি হচ্ছে’।
মাসুদুর রহমান নামে আরেক ক্রেতা বলেন, আমি ১০০ টাকার একটি পণ্য অর্ডার করেছি, এখনো পাইনি।
ইসমাঈল হোসেন নামে একজন তাদের কমেন্টে লিখেন, বাঁশ খাইলে ১৬ টাকাই খাইছি, তাও আবার সেই ১২/১২/২০২১ মানে গত বছর। নতুন করে আর খেতে চাই না।
এমন আরো কয়েকজন প্রতারণার শিকার ক্রেতা অভিযোগ করেছে অগ্রিম টাকা দিয়ে পন্য না পাওয়ার। অনেকে তাদের থেকে পন্য নেয়ার ক্ষেত্রে সর্তক করছে।
এ বিষয়ে Vemday শপের ম্যানেজারের সাথে বেশ কয়েকবার ফোন দেয়ার পরও তার সাথে কথা বলা যায়নি।
-এটি