আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভসের ৫টি ইউনিটের চেষ্টায় প্রায় আধাঘণ্টা পর নিয়ন্ত্রণে আগুন নিয়ন্ত্রণে আসে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টা ১৯ মিনিটের দিকে এ আগুন লাগার ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসে রোজিনা আক্তার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশে কুড়াতলি এলাকায় এ আগুন লাগার ঘটনা ঘটে। সকাল ১০টা ১৯ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় ১০টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
-এএ