আওয়ার ইসলাম ডেস্ক: করোনামুক্ত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল আসে তার।
করোনামুক্ত হওয়ার পর এদিন বিকেল সাড়ে ৪টায় অফিসে যান তিনি। এরপর দাপ্তরিক কার্যক্রমেই ব্যস্ত সময় পার করেন।
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
এর আগে গত ১৩ জানুয়ারি মেয়র তাপসের করোনা পরীক্ষার ফল পজেটিভ আসে। এছাড়া ৯ জানুয়ারি তার স্ত্রীও করোনায় আক্রান্ত হন।
গত ৯ জানুয়ারি ছেলেকে নিয়ে লন্ডন যাওয়ার কথা ছিল ডিএসসিসি মেয়র তাপসের। এজন্য তিনি করোনা টেস্ট করান। কিন্তু তার করোনা পজেটিভ রেজাল্ট আসে।
-এএ