মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে মাওলানা সুলাইমান নোমানীর শোক 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের প্রাজ্ঞ রাজনীতিবিদ, বিশিষ্ট লেখক ও গবেষক, বহু গন্থ প্রণেতা, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার সাবেক সিনিয়র মুহাদ্দিস, মাওলানা জাফরুল্লাহ খান রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন খলিফায়ে হাফেজ্জী,শাইখুল হাদিস আল্লামা সুলাইমান নোমানী।

তিনি গণমাধ্যমে প্রেরিত বার্তায় বলেন, মাওলানা জাফরুল্লাহ খান আমার খুব কাছের ও স্নেহের ব্যাক্তি ছিলেন। আমার সাথে তার তাসাউফের লাইনের সমপর্ক ছিল। উনি আমার খলিফাদের মধ্যে শীর্ষ ছিলেন।

তিনি চট্টগ্রাম দামপাড়া মাদ্রাসার মুহতামিম থাকা অবস্থায় হযরত হাফেজ্জী হুজুর রহ. এর বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদান করেন এবং পরবর্তীতে দীর্ঘদিন দলের মহাসচিবের পদ অলংকৃত করেন। তার মতো প্রাজ্ঞ রাজনীতিবিদ ও লেখক এদেশের আপামর জনতা খুব কম সংখ্যক দেখেছে।

দেশের যেকোনো আন্দোলন সংগ্রামে তিনি সামনে থেকে আপামর তৌহিদী জনতাকে রাহবারী করেছেন। তিনি একজন যোগ্য শিক্ষক ছিলেন। যার হাতে অনেক যোগ্য শাগরিদ তৈরি হয়েছে। তিনি ছিলেন বহু গ্রন্থ প্রণেতা, তার লেখা প্রায় ৪০ টির বেশী বই বাজারজাত হয়েছে। এদেশের ইসলাম ও মানুষের জন্য তার কুরবানী ভবিষ্যতে স্বর্নাক্ষরে লেখে রাখা হবে।

সর্বশেষ,আমি তার রূহের মাগফেরাত কামনা করছি এবং তার পরিবারের সকলের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের আ'লা মাকাম দান করুক, আমিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ