আওয়ার ইসলাম ডেস্ক: মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত দাওয়াতী সংগঠন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশ’র উদ্যোগে "দাওয়াহ ও তুলনামূলক ধর্মতত্ত্ব" বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ঢাকার উত্তরার মানারুশ শারক্ব মাদরাসায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন পয়ামে ইনসানিয়াত বাংলাদেশের প্রধান উপদেষ্টা, সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. এর বিশিষ্ট খলিফা ও দারুর রাশাদ মাদরাসা, মিরপুর, ঢাকার মুহতামিম মাওলানা মুহাম্মাদ সালমান।
তুলনামূলক ধর্মতত্ত্ব ও জাদিদ ইলহাদ বা আধুনিক ধর্মহীনতা বিষয়ে আলোচনা করেন শায়খ মাওলানা মুসা আল হাফিজ, মাকাসিদুশ শরীআহ (ইসলামী শরীআহ'র লক্ষ্য-উদ্দেশ্য) ও প্রাচ্যবাদ বিষয়ে আলোচনা করেন শায়খ ড. শহীদুল ইসলাম ফারুকী, অমুসলিমদের মাঝে ইসলামের দাওয়াহ কার্যক্রম বিষয়ে আলোচনা করেন মাওলানা মুজিবুর রহমান কাসেমী, বাংলাদেশে খৃস্টান মিশনারী তৎপরতা বিষয়ে আলোচনা করেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার রিসার্চ ফেলো আতিকুর রহমান মুজাহিদ এবং দাওয়াহ'র গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে আলোচনা করেন মুফতি রিজওয়ানুল হক রাহমানী প্রমুখ।
আরো আলোচনা করেন মাওলানা শহীদুল ইসলাম নদভী, মাওলানা আব্দুর রব কাসেমী নদভী, মাওলানা আব্দুল্লাহ শিবলী, মাওলানা মাহমূদুল হাসান রাশাদী।
আলোচকগণ বলেন, মুসলিম মানসে মানসিক ধর্মান্তরের নীরব আগ্রাসন চলছে। এই আগ্রাসন প্রতিরোধ করত হলে আলেমদের জ্ঞানগত প্রশিক্ষণ নিতে হবে।
বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মাদরাসার উচ্চতরের শিক্ষার্থী, কর্মজীবী, চাকুরীজীবী, ব্যবসায়ী ও আলেম-উলামা মিলিয়ে প্রায় শতাধিক প্রশিক্ষণার্থী উক্ত কর্মশালায় অংশ গ্রহণ করেন প্রশিক্ষণ নেন এবং তাদের মতামত ব্যক্ত করেন।
কর্মশালা শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করেন এবং দোয়া-মুনাজাত করেন অনুষ্ঠানের সভাপতি মাওলানা মুহাম্মাদ সালমান।
-এএ