আবদুল্লাহ তামিম।।
নির্বাহী সম্পাদক>
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর সহধর্মীনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগসহ নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর ছোট জামাতা মাওলানা জালালুল ইসলাম।
তিনি বলেন, ডিসেম্বরের ১০ তারিখে রিলিজ নিয়ে আমরা তাকে বাড়ি নিয়ে যাই। গত কয়েকদিন খাবার দাবার বন্ধ হয়ে যাওয়ায় শারীরিকভাবে ভেঙ্গে পরেছিলেন তিনি। তাই আবারো রাজধানী ঢাকার ইবনে সিনা হাসপাতালে নিয়ে আসা হয়।
এই মহিয়সী নারীর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
আল্লামা আযহার আলী আনোয়ার শাহ ছিলেন বাংলাদেশে কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের অন্যতম সদস্য, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ‘বেফাকুল মাদারিসিল আরাবিয়া’র (বেফাক) সহ-সভাপতি। তিনি কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী আল-জামিয়াতুল ইমদাদিয়ার মুহতামিম হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
এছাড়াও বাংলাদেশের প্রখ্যাত এই আলেম কিশোরগঞ্জের ঐতিহাসিক শহিদী জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।
বার্ধক্যজনিত রোগে তিনি ২০২০ সালের ২৯ জানুয়ারি রাজধানীর ঢাকার শঙ্করের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন।
ওআই/এটি