আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৩ জানুয়ারি) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৮৩০ পিস ইয়াবা, ১৯৮ গ্রাম হেরোইন ও ৮ কেজি ৫৪০ গ্রাম ৫১ পুরিয়া গাজা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৯টি মামলা রুজু হয়েছে।
-এএ