মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আজ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওমিক্রনসহ করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আজ থেকে সচিবালয়ে দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার।

রোববার (২৩ জানুয়ারি) মন্ত্রিপরিষদের উদ্ধৃতি দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, মন্ত্রিপরিষদ বিভাগ সোমবার (২৪ জানুয়ারি) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

করোনা সংক্রমণ মোকাবেলায় গত ১৩ জানুয়ারি থেকে ১১টি বিধি-নিষেধ দেয় সরকার। এরপরও ঊর্ধ্বমুখী সংক্রমণে প্রভাব না পড়ায় গত শুক্রবার (২২ জানুয়ারি) থেকে স্কুল-কলেজ বন্ধ করে দেওয়াসহ নতুন করে নির্দেশেনা দেওয়া হয়।

ওই নির্দেশনায় বলা হয়- রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানগুলোতে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনা টিকার সনদ অথবা ২৪ ঘণ্টার মধ্যে করা পিসিআর টেস্টের নেগেটিভ সনদ সঙ্গে রাখতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ