মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


এসডিজি বাস্তবায়নে ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশের ৩৫০ টি সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিন খাদেমের চাকরি জাতীয়করণের দাবি বাস্তবায়নের ধর্মীয় নেতাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের পক্ষ থেকে ।

আগামী বুধবার (২৬ জানুয়ারি) সকাল দশটায় ঢাকার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এই আলোচনা সভার অনুষ্ঠিত হবে।

মসজিদে দায়িত্ব পালনের পাশাপাশি ইমাম-মুয়াজ্জিনদের জাতীয় উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন ও টেকসই উন্নয়নে অভীষ্ট লক্ষ্য মাত্রা অর্জনে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন সরকারি কলেজে মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের চাকুরী জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই আলোচনা সভায় উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বঙ্গবন্ধু জাদুঘর ও সাবেক শিক্ষা সচিব জনাব নজরুল ইসলাম (এন.আই) খান, প্রধান আলোচক হিসেবে থাকবেন শায়খুল হাদীস মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ,
মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা আনিসুজ্জামান শিকদার কাসেমী, স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মোয়াজ্জিন ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসা তেজগাঁও-এর অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ