মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নেয়ার দাবিতে নারায়ণগঞ্জে শিক্ষার্থীদের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. পারভেজ মিয়া
নারায়ণগঞ্জ প্রতিনিধি>

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করছে শিক্ষার্থীরা।

আজ সোমবার শহরের চাষাড়া শহীদ মিনারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধনে অংশ নিয়েছে।

তাদের দাবি- জাতীয় বিশ্ববিদ্যালয়ের চলমান পরীক্ষা অব্যাহত রাখা।

এক শিক্ষার্থী জানান, তাদের অনার্স চতুর্থ বর্ষের চলমান পরীক্ষা স্থগিত করে দেয়। তাদের পরীক্ষা শুরু হয়েছিল ২৯ ডিসেম্বর ২০২১ তারিখ থেকে যেটা শেষ হতো ৩১ জানুয়ারি ২০২২ইং তারিখে। কিন্তু হঠাৎ চলমান পরীক্ষা স্থগিত করে দেয়।

তারা জানান, তাদের আর ৩টি বিষয়ের পরীক্ষা বাকি ছিল। এই বাকি ৩টি বিষয়ের পরীক্ষার জন্য তাদের আবার অপেক্ষা করতে হবে অনেক দিন। যেটা তারা মেনে নিতে চাচ্ছেন না। এজন্যই শিক্ষার্থীরা তাদের স্থগিত পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন করছেন।

করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে গত ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে। এতে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস, পরীক্ষা গুলো স্থগিত ঘোষণা করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ