মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ১ শাবান ১৪৪৭


আজও ডেঙ্গুতে কোনো আক্রান্ত ও মৃত্যু নেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজও দেশে ডেঙ্গুতে কেউ আক্রান্ত বা কারও মৃত্যু হয়নি। যদিও সারা দেশের হাসপাতালগুলোতে ছয়জন রোগী ভর্তি আছে। এর মধ্যে চারজন ঢাকায়।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ছয়জনে। এর মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন চারজন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে দুজন।

প্রতিবেদনে আরও বলা হয়, গত পয়লা জানুয়ারি থেকে আজ ২৬ জানুয়ারি পর্যন্ত সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ১২২ জন। এ সময়ের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়েছে ১১৬ জন। নতুন বছরে ডেঙ্গুতে এখনও কোনো রোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ