সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


ঢাকা রামপুরার জামিয়া কারীমিয়া আরাবিয়া মাদরাসার মাহফিল সোমবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকায় অবস্থিত জামিয়া কারীমিয়া আরাবিয়া রামপুরা মাদরাসা দুই দিনব্যাপী মাহফিলের আয়োজন করেছে। আগামী ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি মাহফিল ও হালকায়ে জিকির অনুষ্ঠিত হবে।

করোনার কারণে মাদরাসার অডিটরিয়মে মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলের ২য় দিন বিকেল ৩টায় খতমে বুখারি মজলিস অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন, চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

১ম দিন বয়ান করবেন- মাওলানা মাহবুবে এলাহী, মুফতি ওয়ালিউল্লাহ, শেখ ফজলে বারী মাসউদ, মাওলানা কারী নাসিরুদ্দিন।
২য় দিন বয়ান করবেন- মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মুফতি মিজানুর রহমান সাঈদ, আল্লামা নূরুল হুদা ফয়েজী, মুফতি শফিকুল ইসলাম।

এতে সভাপত্বি করবেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার সভপতি আলহাজ মুহাম্মদ আবু সাঈদ।

মাহফিলে আগতদের স্বাস্থ্যবিধি মেনে আসার জন্য আহ্বান করেছেন জামিয়া কারীমিয়া আরাবিয়ার নির্বাহী মোহতামিম মাওলানা মকবুল হোসাইন।

এদিকে ১ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দুপুর ২টায় জামিয়া কারীমিয়া আরাবিয়ার প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন আবনায়ে কারীমিয়ার পূর্ণমিলনী অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি আওয়ার ইসলামকে জানিয়েছেন আবনায়ে কারীমিয়ার সহ দফতর সম্পাদক ও পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা আরমান হোসাইন।

যারা পুনর্মিলনী অনুষ্ঠানে আসবে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা এবং যারা নিবন্ধন করেছে, তাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করার সিদ্ধান্ত হয় মিটিংয়ে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ