।।মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি
দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজধানী ঢাকার অন্যতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারার শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও মুহাদ্দিস মুফতি জাকির হোসাইন কাসেমী।
সোমবার (৩১ জানুয়ারি) বেলা ১টায় আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও মুফতি জাকির হোসাইন কাসেমী দারুল উলূম হাটহাজারী মাদরাসা ক্যাম্পাসে প্রবেশ করলে প্রতিষ্ঠানের মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ এবং শিক্ষক মাওলানা শফিউল আলম তাদেরকে আন্তরিক অভ্যর্থনা জানান। এরপর তারা যোহর নামায আদায় করেন এবং জামিয়ার শিক্ষাভবনসহ অন্যান্য ফ্যাকাল্টি ঘুরে দেখেন।
পরিদর্শন শেষে বেলা ২টায় শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও মুফতি জাকির হোসাইন কাসেমী দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিম আল্লামা মুহাম্মদ ইয়াহইয়ার সাথে সৌজন্য সাক্ষাত করতে তার কার্যালয়ে গমন করেন। সালাম ও মুসাফাহা শেষে তারা পরস্পর কুশল বিনিময় করেন।
এ সময় দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম সফরকারী মেহমানদের কাছে জামিয়া মাদানিয়া বারিধারার দ্বীনি শিক্ষাকর্যক্রমসহ সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন। তিনি জামিয়া মাদানিয়া বারিধারার শিক্ষার মান ও দ্বীনি কার্যক্রমের প্রশংসা করেন এবং এর প্রতিষ্ঠাতা আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
শায়খুল হাদীস আল্লামা উবায়দুল্লাহ ফারুক ১৯৬৮-৭০ সাল পর্যন্ত দারুল উলূম হাটহাজারী মাদ্রাসায় অধ্যয়নকালীন স্মৃতিচারণ করেন। তিনি দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার মুহতামিমকে বলেন, আপনি উম্মুল মাদারিস তথা দেশের সবচেয়ে প্রাচীন ও বৃহৎ কেন্দ্রীয় মাদ্রাসার পরিচালক। তার মানে দেশের কওমি মাদরাসাসমূহের আপনি অভিভাবক। সুতরাং কওমি মাদ্রাসাসমূহের পারস্পরিক যোগাযোগ, ঐক্য, সুষ্ঠু পড়াশোনার পরিবেশ, শিক্ষার মান এবং দারুল উলূম দেওবন্দের নীতি-আদর্শ ও স্বকীয়তা বজায় রাখারার ক্ষেত্রে আপনার তদারকি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া উলামায়ে কেরাম যাতে দ্বীনি শিক্ষাকার্যক্রম ও দাওয়াতী খেদমত পরিচালনার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও আরো বেশি সম্পৃক্ত হতে পারেন, এ বিষয়ে আপনার নেতৃত্বপূর্ণ ভূমিকা আমরা প্রত্যাশা করি।
সফরকারী মেহমানদ্বয় হাটহাজারী মাদ্রাসার মুহতামিমকে ঢাকা সফরকালীন সবসময় জামিয়া মাদানিয়া বারিধারার আতিথেয়তা গ্রহণের আমন্ত্রণ জানান। জবাবে আল্লামা ইয়াহইয়া ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন দারুল উলূম হাটহাজারীর মুখপত্র মাসিক মুঈনুল ইসলামের নির্বাহী সম্পাদক মাওলানা মুনির আহমদ।
অত্যন্ত হৃদ্যতা ও আন্তরিকতাপূর্ণ পরিবেশে প্রায় ৩০ মিনিট ব্যাপী মতবিনিময় শেষে বিদায় নিয়ে আল্লামা উবায়দুল্লাহ ফারুক ও মুফতি জাকির হোসাইন কাসেমী মাকবারায়ে দারুল উলূমে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ., আল্লামা জুনায়েদ বাবুনগরী রহ. ও আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী রহ. এর কবর জিয়ারত করেন।
-কেএল