সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


নারায়ণগঞ্জে ১১ ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর লাইসেন্স না থাকায় নারায়ণগঞ্জে অনুমোদনহীন ১১টি ইটভাটাকে ৫৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের নেতৃত্বে সদর উপজেলার ফতুল্লা থানার পূর্ব গোপালনগর ও ধর্মগঞ্জ এলাকায় এই অভিযান পরিচালনা করে সংস্থাটির ভ্রাম্যমাণ আদালত।

এসময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও অনুমোদন ছাড়া ইট পোড়ানোর দায়ে এই ইটভাটাগুলোকে জরিমানা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আরও উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আবদুল্লাহ আল মামুন ও সহকারী পরিচালক শেখ মুজাহিদ।

জরিমানা করা ইটভাটাগুলো হলো- মেসার্স খাদিজা ব্রিকস, মেসার্স নজরুল ব্রিকস ম্যানুফ্যাকচারার, এ এস বি ব্রিকস, মেসার্স বোখারী ব্রিকস, মেসার্স এস এস ব্রিকস, এ এন এস ব্রিকস, মেসার্স চিস্তিয়া সাবেরিয়া ব্রিকস, মেসার্স এন বি এম ব্রিকস, মেসার্স আজাদ এন্টারপ্রাইজ, মেসার্স নিজাম উদ্দীন ব্রিকস এবং মেসার্স তাজ ব্রিকস।

প্রতিটি ইটভাটাকেই ৫ লাখ টাকা করে মোট ৫৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন।

তিনি বলেন, ইটভাটাগুলো পরিচালনার জন্য হালনাগাদ পরিবেশগত ছাড়পত্র ও ইট পোড়ানোর কোনো লাইসেন্স এই প্রতিষ্ঠানগুলোর নেই। এছাড়া ইটভাটাগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের কাছাকাছি এবং ১ কিলোমিটার দূরত্বের মধ্যে অবস্থিত। যে কারণে বিধি মোতাবেক ইটভাটাগুলোকে অর্থদণ্ড করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ জানান, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের কারণে ইটভাটাগুলোকে ৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ইটভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ