সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭


যে আলেম-ওলামাদের আটকে রাখা হয়েছে তারা নির্দোষ: ডা. জাফরুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, 'আলেম-ওলামা ও মামুনুল হকসহ যাদের আটক করে রাখা হয়েছে, তারা নির্দোষ। আজ আলেম সমাজ রাস্তায় নামে না। তারা যদি রাস্তা নামেন, তাহলে আমিও তাদের সঙ্গে থাকব।'

বুধবার জাতীয় প্রেস ক্লাবে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (এনডিপি) উদ্যোগে রাজবন্দিদের মুক্তির দাবিতে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী কিছু কিছু ভালো কাজ করেছেন। যেমন, মানবতাবিরোধী অপরাধের বিচার করেছেন। কিন্তু দুটি কাজ ভুল করেছেন। একটি আব্দুল কাদের মোল্লা, আরেকটি দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচার। এ দুটি কাজ সঠিক হয়নি। এ জন্য আপনি যতটা দায়ী, তার চেয়ে বিচারকরা বেশি দায়ী। আপনি (শেখ হাসিনা) খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রেখেছেন, তাও ঠিক নয়।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ২০২২ সাল ঘটনাবহুল হবে। নিষেধাজ্ঞা দিয়ে শুরু হয়েছে মাত্র। আরও অনেক ঘটনা বাকি, এই সাল হবে ঝঞ্ঝার, আরেকটি মুক্তিযুদ্ধের সূচনা হতে পারে। সেখানে সব শ্রেণির মানুষের অংশগ্রহণ থাকতে হবে। আর সেটি হবে গণআন্দোলন।

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন কল্যাণ পার্টির চেয়ারম্যান মুহাম্মদ ইবরাহিম, গণফোরামের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর প্রমুখ।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ