সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে যেতে মুফতি মনির হোসাইন কাসেমীর সামনে যত চ্যালেঞ্জ সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ

চলমান রাজনৈতিক বাবস্তবতায় যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি: পীর সাহেব চরমোনাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় দায়িত্বশীলদের সাথে মতবিনিময় করেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নছার উদ্দিন-এর সভাপতিত্বে, সেক্রেটারী জেনারেল প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত এক মতবিনিময়ে মুহতারাম আমির বলেন, রাজনৈতিক সংকট সারাদেশে প্রকট হয়ে উঠেছে। অতএব চলমান রাজনৈতিক বাস্তবতায় আদর্শবান যুবকদের ঐক্যবদ্ধ আন্দোলন সময়ের দাবি।

১-২৮ ফেব্রুয়ারি চলমান দাওয়াতি মাস উপলক্ষে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটিকে বিশেষ নির্দেশনা প্রদানকালে তিনি আরও বলেন, যুবকরা জাতির শক্তি। যদি তারা আদর্শবান হয়, তাহলে গোটা জাতি এর সুফল ভোগ করতে পারে। পক্ষান্তরে যুবসমাজ যদি আদর্শবিচ্যুত হয়ে পড়ে তাহলে সে জাতির ধ্বংস অনিবার্য হয়ে যায়। এজন্য চলমান দাওয়াতী মাসে দেশব্যাপী ব্যাপক উৎসাহে কাজে ঝাপিয়ে পড়তে হবে। নববী আদর্শের পাল্লা ভারি করতে হবে।

পীর সাহেব চরমোনাই আরও বলেন, যুবকদের বিপুল শক্তি ও উদ্দীপনা থাকে, এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে হলে ইসলামী যুব আন্দোলনকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যুব আন্দোলনের কাছে অনেক প্রত্যাশা রাখি, তোমাদেরকে তা পূরণ করতে ধৈর্য্য, কর্ম উদ্দীপনা ও মুরব্বিদের নির্দেশনা মোতাবেক অগ্রসর হতে হবে। বড়দের সিদ্ধান্তের ভেতরে খায়ের ও বারাকাহ থাকে, সবসময় তা মেনে চলতে সচেষ্ট থাকবে।

এদিকে আজ ৫ ফেব্রুয়ারি (শনিবার) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন-এর সভাপতিত্বে, সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এর সঞ্চালনায় কর্মপরিষদের নিয়মিত মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় কর্মপরিষদে নতুন ৪ জন দায়িত্বশীলকে মুহতারাম কেন্দ্রীয় সভাপতি শপথ পাঠ করান ।

নতুন দায়িত্বশীলরা হলেন :-১.ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম, ২.নাটোর জেলা সভাপতি মাওলানা মিনহাজুল আবেদীন, ৩.ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদ্য সাবেক জয়েন্ট সেক্রেটারি জেনারেল মাওলানা উসমান গনী, ৪.ছাত্র আন্দোলনের সদ্য সাবেক কেন্দ্রীয় কার্যকরী সদস্য মাওলানা আব্দুর রাজ্জাক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ