আওয়ার ইসলাম ডেস্ক: আগামী নির্বাচন কমিশন গঠনে রবিবার থেকেই কাজ শুরু করার ইচ্ছা পোষণ করেছেন অনুসন্ধান কমিটির প্রধান সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান।
তিনি বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি জাতির পক্ষ থেকে আমার উপরে এবং এই কমিটির উপর যে দায়িত্ব দিয়েছেন। আশাকরি সংবিধান এবং আইনের আলোকে সেই দায়িত্ব পালন করতে পারব। চ্যালেঞ্জ তো সব কাজেই আছে। চ্যালেঞ্জ থাকবে আমরা সেই চ্যালেঞ্জ মোকাবিলা করেই আশাকরি ১০ জন নিরপেক্ষ নাম বেছে রাষ্টপতির কাছে দিতে পারব; সময়ের মধ্যেই।
আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) সার্চ কমিটির প্রধানের দায়িত্ব পাওয়ার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে এ প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বিগত ইসি নিয়ে নানা বিতর্ক আছে সেখান থেকে বেরিয়ে আসতে আসার ভূমিকা নিয়ে ওবায়দুল হাসান বলেছেন, মানুষের মূল্যায়নটা হয় তার কাজের মধ্য দিয়ে। আমরা ১০ জনের নাম দেব। মহামান্য রাষ্ট্রপতি সেখান থেকে ৫ জনকে মনোনয়ন দেবেন। তারা যখন কাজ করবেন তখনই বুঝতে পারবেন তারা যোগ্য কি, অযোগ্য।
কারো দৃষ্টিকে কেউ যোগ্য আবার কারো দৃষ্টি কোউ অযোগ্য। এটা নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমরা চেষ্টা করব সবচেয়ে নিরপেক্ষ এবং যোগ্য ব্যক্তিদেরকেই মনোনিত করতে চাই। করবও আশা করি। রাষ্টপতি সেখান হয়তো ৫ জনকে নিয়োগ করবেন।
তিনি বলেন, আমি এখনও বলতে পারছি না। আমার সহকর্মীদের কারো সঙ্গেই কোনো যোগাযোগই হয় নাই। বিকালে কেবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলব। কথা বলে চেষ্টা করব আগামীকাল থেকেই কাজটা শুরু করা যায় কি না?
-এটি