সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
সংসদে যেতে মুফতি মনির হোসাইন কাসেমীর সামনে যত চ্যালেঞ্জ সিলেট-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুসলেহ উদ্দীন রাজু পবিত্র শবে বরাত কবে, জানালো চাঁদ দেখা কমিটি গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ

পৌনে ৭ কোটি মানুষ পেয়েছেন দ্বিতীয় ডোজ, বুস্টার ২৬ লাখ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে দেশের সব স্তরের মানুষকে টিকার আওতায় আনতে কাজ করে যাচ্ছে সরকার। গত বছরের ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকা কার্যক্রম শুরু হয়। এক বছরে সে লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, এক বছরে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ কোটি মানুষকে, যা করোনার টিকা নেওয়ার মতো ব্যক্তিদের ৮২ শতাংশ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান। তিনি জানান, দেশে দ্বিতীয় ডোজ পৌনে সাত কোটি মানুষকে দেওয়া হয়েছে। এর মধ্যে বুস্টার ডোজ দেওয়া হয়েছে ২৬ লাখ।

মন্ত্রী জানান, এ পর্যন্ত দেড় কোটি শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ পেয়েছে ২৬ লাখ শিক্ষার্থী। পাশাপাশি শুরু হয়েছে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান।

তিনি বলেন, ১২-১৮ বছরের কওমি শিক্ষার্থীরা পাবে ফাইজার আর ১৮ বছরের বেশি হলে মিলবে সিনোফার্মের টিকা। প্রথম দিনে প্রায় ছয়শ’ শিক্ষার্থী টিকা পেয়েছে। পর্যায়ক্রমে দেশের সব কওমি মাদ্রাসার শিক্ষার্থীকে টিকার আওতায় আনা হবে।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বুস্টারসহ সবাইকে টিকা দেওয়া শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন জাহিদ মালেক। এ সময় করোনা টিকার জন্য এ পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচের তথ্য দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ