আওয়ার ইসলাম ডেস্ক: আসছে ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপে ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ৪ সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে এ কথা বলা হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, হাইকোর্টে রিট পিটিশন করায় ভোলার লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন আদেশের তারিখ থেকে চার সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন জানান, লালমোহনের বদরপুর ইউনিয়নে সীমানা জটিলতা এবং ভোটার সংক্রান্ত একটি মামলা উচ্চ আদালতে চলায় আদালত আগামী চার সপ্তাহের জন্য নির্বাচন স্থগিত করেছেন।
উল্লেখ্য, বদরপুর ইউনিয়নে ৭ জন চেয়ারম্যান প্রার্থীসহ ৭১ জন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
-এএ