আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর মিরপুরের ১১ নম্বরে অবস্থিত বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের আটতলা ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ৫০ হাজার টাকা।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকার মিরপুর ১১ নম্বরে অবস্থিত বিসিক ইলেকট্রনিক্স কমপ্লেক্সের আটতলা ভবনের পাঁচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস খবর পায় ৭টা ৪৫ মিনিটে। ফায়ার সার্ভিস পৌঁছে ৭টা ৫২ মিনিটে। আর আগুন নিয়ন্ত্রণে আসে ৮টা ৫ মিনিটে। আগুন নিয়ন্ত্রণে আনতে মিরপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিট কাজ করেছে।
-এএ