আব্দুল্লাহ আফফান: প্রশিদ্ধ আলেম মুফতি উবায়দুল্লাহ আফিফ কাজী এলাহী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল ১০টায় গোলাম মুহাম্মাদবাদ ফয়সালাবাদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, তিনি ১৯৬২ সালে সালাফি বিশ্ববিদ্যালয় ফয়সালাবাদ থেকে শিক্ষাজীবন শেষ করে শিক্ষকতা জীবন শুরু করেন। ৫৮ বছর শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন তিনি।
মুফতি উবায়দুল্লাহ লাহোরের চক ডালগেরার জামিয়া আলকুদসের শাইখুল হাদীস ছিলেন। হাজার হাজার ছাত্র তার থেকে শিক্ষা গ্রহণ করেছে। তারা সারা বিশ্বে দাওয়াত ও তাবলীগের কাজ করছেন। সূত্র: ডেইলি পাকিস্তান অনলাইন।
-কেএল