সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬ ।। ৫ মাঘ ১৪৩২ ।। ৩০ রজব ১৪৪৭

শিরোনাম :
ভোট দিতে কেউ বাধা দিলে সে শেখ হাসিনা হয়ে যাবে: আসিফ নজরুল বক্তৃতা চলাকালেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন জামায়াতের জেলা আমির মাওলানা মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে হাতপাখার বিজয় হবে ইনশাআল্লাহ’ ভোটের মাঠে ১ লাখ সেনাসহ থাকবে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য  জয়-পরাজয়ের হিসাব নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিন: শায়খ আহমাদুল্লাহ স্পেনে ২ ট্রেনের সংঘর্ষে প্রাণহানি বেড়ে ৩৯ বাংলাদেশকে ৩০ হাজার টন সার উপহার দিল রাশিয়া হবিগঞ্জ-৪ আসনে ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন তাহেরীকে শোকজ গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না : ধর্ম উপদেষ্টা

ভেজাল খাদ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে: জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানী ঢাকার নওয়াব আলী প্লাজার মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার কেন্দ্রীয় কার্যালয়ে ‘ভেজাল খাদ্য নিয়ন্ত্রণের করণীয়’ শীর্ষক আলোচনা সভা বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. মাহতাব হোসাইন মাজেদ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার মহাসচিব মুহা. নুরুল ইসলাম।

উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির মহাসচিব আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ডক্টর ইলিয়াস হোসেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সিনিয়র যুগ্ম-মহাসচিব কামরুল ইসলাম। জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথি নুরুল ইসলাম তার বক্তব্যে বলেন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি সারা বাংলাদেশে রোগীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। স্বাস্থ্যঝুঁকিতে বাংলাদেশের প্রায় শতকরা জনগণ। এ অবস্থা থেকে উত্তরণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে। পরিবেশ বিপর্যয়ের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে এবং নৈতিক মূল্যবোধের চর্চা করতে হবে। এর মধ্যেই সারা বিশ্ব এখন করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ ওমিক্রনে পর্যুদস্ত। প্রতিদিন বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।

রোগীদের জীবনধারার মান উন্নয়নে সহযোগিতা করে থাকে। তাই আমরা দাবি জানাই । সঠিক চিকিৎসা ব্যবস্থা সম্প্রসারণে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে মনে করি।

উদ্বোধক তার বক্তব্যে বলেন, ভেজাল খাদ্য নিয়ন্ত্রণে প্রশাসনের কোন নজরদারী নেই। কিছুদিন পরে রমজান মাস। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম এখন আকাশচুম্বী তার উপরে ভেজাল খাদ্য। আগামী প্রজন্ম চরমভাবে স্বাস্থ্য ঝুঁকিতে পতিত হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি তার বক্তব্যে বলেন, ভেজাল খাদ্য রোগীদের স্বাস্থ্য ঝুঁকি শত গুণ বাড়িয়ে দিচ্ছে। করোনা ভাইরাস টিকা গ্রহণ সম্পন্ন করা জনগন হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব। ভেজাল খাদ্য উৎপাদন স্থল বন্ধ করতে না পারলে আগামী প্রজন্ম মেধাহীন জাতি হিসেবে বিশ্বের দরবারে পরিচিতি পাবে।

এ সময় প্রায় শতাধিক রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থার সাংগঠনিক সম্পাদক দিলীপ কুমার পাল, পরিচালক মাওলানা মুহা. জাকির হোসেন, এডভোকেট গোলাম হাফিজ আকাশ, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির সহকারী ইব্রাহিম রিয়াদ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ