বুধবার, ২৩ এপ্রিল ২০২৫ ।। ১০ বৈশাখ ১৪৩২ ।। ২৫ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
কালেকশন কি ভিক্ষাবৃত্তি?—দৃষ্টিভঙ্গির এক নির্মম বিকৃতি সুলতানপুর মাদরাসার ‘মুহিউস সুন্নাহ ভবন’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন সম্পন্ন সমমনা ইসলামি দলগুলোর সংলাপে সম্মিলিত ৫ ঘোষণা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত কাশ্মিরে পর্যটকদের উপর হামলার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা কাশ্মিরে নিরীহ পর্যটকদের হত্যার প্রতিবাদে মুসলিমদের বিক্ষোভ সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন: প্রধান উপদেষ্টা  প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ ভারতের ওয়াকফ বিল বাতিলে ঐক্যবদ্ধ হতে হবে: আমিরে মজলিস ভারতীয় দূতাবাস অভিমুখে বাংলাদেশ খেলাফত মজলিসের গণমিছিল

হারামাইন থেকে নামাজের সরাসরি সম্প্রচার এখনই বন্ধ করছে না সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঘোষণা দিয়ে মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদ থেকে সরাসরি নামাজ সম্প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ে সৌদি প্রশাসন। কঠোর সমালোচনার মুখে পড়ে এবার সেই নিষেধাজ্ঞা বাতিল করলো দেশটি।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট আই এ খবর নিশ্চিত করেছে। এর আগে বুধবার এক নির্দেশনায় সরাসরি নামাজ সম্প্রচার করা যাবে না বলে জানিয়েছিল সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছিল, পহেলা এপ্রিল থেকে নামাজের সময় ইমাম ও মুসল্লিদের ছবি তোলার জন্য মসজিদে ক্যামেরা ব্যবহার এবং সব ধরনের মিডিয়ার মাধ্যমে নামাজের লাইভ স্ট্রিমিং নিষিদ্ধ করা হয়েছে। এই পদক্ষেপ ছিল পবিত্র রোজার মাসের আগে ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা নির্দেশিকাগুলোর একটি।

ঘোষিত নির্দেশনায় ইমাম ও মুসল্লিদের ছবি তোলায় তথা মসজিদে ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা হয়। আরও বলা হয় মুসল্লিদের নিরবচ্ছিন্ন ইবাদতের স্বার্থে মসজিদে বাচ্চাদের না নিয়ে আসা, খাবারের অপচয় রোধে ইফতার পার্টি বা প্রকল্পের জন্য অনুমতি নেয়ার কথা ইত্যাদি।

জারিকৃত নির্দেশনার বেশিরভাগই সবাই মেনে নিলেও বিতর্কের জন্ম দেয় সরাসরি নামাজ সম্প্রচার নিষেধ করে দেয়া নির্দেশনা নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ব্যক্তি-গোষ্ঠী পর্যায়ে বিভ্রান্তির সৃষ্টি হয়, শুরু হয় তীব্র সমালোচনা।

কঠোর সমালোচনার মুখে পড়ে জারি করা নির্দেশনাগুলো থেকে সরাসরি নামাজ সম্প্রচারে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে। বৃহস্পতিবার হারামাইন শরিফাইন সরাসরি সম্প্রচার ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেছে।

ওই নির্দেশনায় মন্ত্রণালয় আরও বলেছে, যে সংস্থাগুলো ইফতার প্রকল্পের পরিকল্পনা করছে তাদের অবশ্যই অনুমোদনের জন্য আবেদন জমা দিতে হবে এবং মন্ত্রণালয় থেকে অনুমতি নিতে হবে।

নির্দেশনাবলীতে জোর দিয়ে আরও বলা হয়েছে যে, রমজান মাসে মসজিদে মুসল্লিদের ইফতারের খাবার বিতরণকারী বেসরকারি সংস্থাগুলোকে সংশ্লিষ্ট মসজিদের ইমামদের সঙ্গে অবশ্যই সমন্বয় করতে হবে। সূত্র: এসপিও

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ