রবিবার, ১৮ জানুয়ারি ২০২৬ ।। ৪ মাঘ ১৪৩২ ।। ২৯ রজব ১৪৪৭


‘দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক এবং ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বলেছেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রমজানের শিক্ষাকে ম্লান করে দিয়েছে।

তিনি বলেন, রমজান মাস আসার আগেই সিন্ডিকেটগুলো বাজারে কৃত্রিম সঙ্কট সৃষ্টি করে নিত্যপয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। সরকার দলের মদদপুষ্ট এসব সিন্ডিকেটগুলোর বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারেনি সরকার।

আজ শুক্রবার বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে ‘শ্রমিকের অধিকার প্রতিষ্ঠায় সিয়ামের’ ভুমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাদ্যপণ্যসহ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের যখন নাভিশ্বাস উঠেছে, তখন নতুন করে গ্যাসের এই দাম বৃদ্ধি স্বল্প আয়ের কোটি মানুষের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবে। গত তিন মাসেই ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬১ টাকা বৃদ্ধি করা হয়েছে। জ্বালানি খাতে চুরি দুর্নীতি, অনিয়ম আর অব্যবস্থাপনার দায়ভার চাপানো হচ্ছে ভোক্তাদের ওপর। এসব কঠোর হস্তে দমন করতে হবে। অন্যথায় শ্রমিক জনতা নিরবে বসে থাকবে না।

সংগঠনের দক্ষিণ সভাপতি হাফেজ মোঃ শাহাদাত হোসেন প্রধানীয়ার সভাপতিত্বে এবং লিয়াকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারী জেনারেল মুফতী মোস্তফা কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওমর ফারুক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের দক্ষিণ সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আনিসুর রহমান, মুফতী ছিদ্দিকুর রহমান, ওলামা মাশায়েখ নেতা মুফতী বাছির উদ্দিন মাহমুদ, যুবনেতা শফিকুল ইসলাম, ছাত্রনেতা আহসান ফয়েজী, সৈয়দ ওমর ফারুক যশোরী প্রমুখ।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠা না থাকায় শ্রমিকরা আজ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এজন্য ইসলামী শ্রমনীতি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই’র নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকলকে কাজ করতে হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ