আওয়ার ইসলাম ডেস্ক: সয়াবিন ও পাম তেলের সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি টাকায় বিক্রি, মজুদ করা এবং চালান রশিদ দেখাতে ব্যর্থ হওয়ায় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় তিন দোকানকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডলের নেতৃত্বে যাত্রাবাড়ী কাজলা এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জব্বার মন্ডল বলেন, ‘অদিতি ট্রেডার্স, সিফাত ট্রেডার্স এবং মিন্টু স্টোর নামে তিন দোকানকে বেশি দামে তেল বিক্রি, মজুত এবং চালান রশিদ দেখাতে পারায় ৫০ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়া আগের কেনা সয়াবিন ও পাম তেল নতুন দামের চেয়ে বেশি দামে বিক্রি করছিল প্রতিষ্ঠানগুলো।
এর আগে বেলা ১১টা থেকে র্যাবকে সঙ্গে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী-কাজলা এলাকায় অভিযানে নামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
-এএ