বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

পাকিস্তানে ভয়াবহ বন্যায় কষ্ট পাচ্ছেন নরেন্দ্র মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে তীব্র বন্যায় ভয়ানক পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছেন দেশটির পাখতুনখাওয়া ও বালুচিস্তানের সাধারণ মানুষ। সহস্রাধিক মানুষের প্রাণহানিও হয়েছে এই বন্যায়। পাকিস্তানের ভয়াবহ এই বন্যায় সমবেদনা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর : নিউজ এইটিন

সোমবার তিনি এক টুইট করেন পাকিস্তানের বিপর্যয় নিয়ে। সেখানে তিনি সে দেশের দ্রুত ছন্দে ফেরার প্রার্থনা করেন, পাশাপাশি পাকিস্তানের সাধারণ মানুষদের মধ্যে বন্যার যাদের কারণে প্রাণহানী হয়েছে, তাদের পরিবারকেও সমবেদনা জানান তিনি।

টুইটে মোদি লেখেন, ‘পাকিস্তানে বন্যার ফলে যে বিপুল ধ্বংসলীলা চলছে, তা বেদনাদায়ক। আমি আমার অন্তর থেকে বন্যায় মৃতদের পরিবারকে সমবেদনা জানাই। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আহত হয়েছেন, যাদের বিপুল পরিমাণ ক্ষতিগ্রস্থ হতে হয়েছে, তাদের পরিবারকেও আমি সমবেদনা জানাই। আশা দ্রুত এই দুর্যোগ কেটে যাবে ও সে দেশ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইতিমধ্যে বন্যায় পিড়িতদের জন্য একাধিক ত্রাণের ঘোষণা করেছেন। এখনও পর্যন্ত পাকিস্তানের বন্যায় মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৬১ জনের। আহত হয়েছেন ১ হাজার ৩৪৩ জন। মোট ৪ লক্ষ ৫২ হাজার বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে, একে বারে ভেঙে পড়েছে ২ লক্ষ ১৮ হাজার বাড়ি। প্রায় ৭ লক্ষ ৯৪ হাজার গবাদিপশুর প্রাণ গিয়েছে। ২ মিলিয়ন হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ