বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
পাকিস্তানে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে বাংলাদেশি ২ তরুণ নিহত মারকাযুল উলূম খুলনা'র ২০ তম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার  অনশনরত তারেকের পক্ষে সংহতি বিএনপি’র গুলি খেতে না চাইলে এনসিপিতে আসুন: হাসনাত আবদুল্লাহ ‘উত্তেজনা কমাতে’ ইস্তাম্বুলে ফের আলোচনায় বসছে পাক-আফগান জাতিসংঘে আওয়ামী লীগের চিঠি দেওয়ায় কোনো কাজ হবে না: তৌহিদ হোসেন ৭২র সংবিধান বাতিল জুলাই বিপ্লবের অন্যতম প্রেরণা: ইসলামিক বুদ্ধিজীবী ফ্রন্ট প্রকাশিত হয়েছে আবুল ফাতাহ কাসেমী’র নতুন বই ‘ইসলাম ও কাদিয়ানি ধর্ম’  অবিলম্বে জুলাই সনদ ঘোষণার উপর গণভোট দিতে হবে: খেলাফত মজলিস আবারও আফগানিস্তানকে যুদ্ধের হুমকি পাকিস্তানের

ডাইনি সন্দেহে তিন নারীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে ডাইনি সন্দেহে তিন নারীকে গণপিটুনি দিয়ে পাহাড় থেকে ফেলে হত্যা করা হয়েছে। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের রাঁচির প্রত্যন্ত গ্রাম রানাডিতে এ ঘটনা ঘটে। এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত শনিবার (৩ সেপ্টেম্বর) এই গ্রামের এক তরুণকে সাপ কামড়ালে ওঝা ডাকা হয়। ওঝা এসেই জানান, গ্রামে ডাইনি আছে। তিনি গ্রামবাসীদের বলেন, যে বাড়িতে ডাইনি আছে তার বাড়িতে ২-১ দিনের মধ্যেই কোনও একটি ঘটনা ঘটবে।

পরদিনই ওই গ্রামের আর এক তরুণকে সাপে কামড়ায়। এতে ওঝার কথা সত্যি হয়েছে ভেবে তরুণের মা রাইলু দেবীকেই ডাইনি সন্দেহে আক্রমণ করে গ্রামবাসী।

জানা গেছে, ডাকিনী বিদ্যার চর্চায় রাইলু দেবীর সাথে আর কারা জড়িত তা জানাতে তার ওপর চলে নির্যাতন।

স্থানীয়দের দাবি, এ সময় ওই নারী ধোলি দেবী এবং আলোমানি দেবী নামের গ্রামের আরও দুজনের নাম বলেন। তারপরই তিন জনকে শাস্তি দিতে পাহাড়ের চূড়ায় নিয়ে গণপিটুনি দিয়ে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় গ্রামবাসী।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে পাহাড়ের পাদদেশ থেকে উদ্ধার করা হয় ওই তিন নারীর মরদেহ। এ ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ