রবিবার, ২০ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২২ শাওয়াল ১৪৪৬


সোশ্যাল মিডিয়ায় মাওলানা তারিক জামিলকে নিয়ে গুজব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| কাউসার লাবীব ||

প্রসিদ্ধ দায়ী ও পাকিস্তানের প্রবীণ আলেম মাওলানা তারিক জামিল সড়ক দূর্ঘটনায় আহত হওয়ার গুজব ছড়িয়ে পড়েছে স্যোশাল মিডিয়ায়। এ সংবাদে বিভ্রান্ত হচ্ছে ধর্মপ্রাণ মানুষ।

খোঁজ নিয়ে জানা গেছে, তার আহত হওয়ার খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি পাকিস্তানের বন্যার্তদের জন্য বর্তমানে ফান্ড কালেক্ট করে তাদের পাশে দাঁড়াচ্ছেন।

এর আগে, গত বছরের নভেম্বরে একই ছবি ব্যবহার করে অসচেতন ফেসবুক ব্যবহারকারীরা একই গুজব ছড়ায়। পরবর্তীতে মাওলানা তারিক জামিলের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে জানানো হয়, স্যোশাল মিডিয়ায় মাওলানা সাহেবের (মাওলানা তারিক জামিল) দূর্ঘটনার খবর প্রচার হচ্ছে। যা ভুল এবং ভিত্তিহীন। আলহামদুলিল্লাহ মাওলানা সাহেব সম্পূর্ণ সুস্থ রয়েছেন।

কেএল/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ