শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল বাংলাদেশ খেলাফত মজলিস কুলঞ্জ ইউনিয়ন শাখা কমিটি গঠন সম্পন্ন

মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা দারুল উলুম মাদরাসার ২০২৩ ইংরেজি শিক্ষাবর্ষের ১৯ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

শুক্রবার (২৩ফেব্রুয়ারি) সকাল ১০ টায় মাদরাসা মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি মাওলানা বেলাল হোসেনের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর শহিদুল ইসলাম সোহাগ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী হারুনুর রশিদ  আজিজি ,বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা আলিম মাদ্রাসা প্রিন্সিপাল মাওলানা কাজী সলিমুল্লাহ।

অনুষ্ঠানে মাদরাসা পরিচালক মাওলানা আখতারুজ্জামান ফারুকী উদ্বোধনী বক্তৃতায় মাদরাসার সার্বিক বিষয় তুলে ধরেন। 

প্রধান অতিথির বক্তৃতায় মোহাম্মদ আলী বলেন, বর্তমানে মাদরাসা সমূহে নুরানি শিক্ষা আধুনিকায়ন করায় ছাত্র-ছাত্রীরা ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, অংক, ইংরেজি সহ আধুনিক শিক্ষা পাচ্ছেন। এ কারণে অধিকাংশ জনগণ মাদরাসার প্রতি ধাবিত হচ্ছেন, এটাই সত্য।

বিশেষ অতিথি শহিদুল ইসলাম সোহাগ বলেন, আমি যাচাই করে দেখেছি স্কুলের তুলনায় মাদরাসাতে ছুটির সংখ্যা কম। যার ফলে শিক্ষার্থীরা শিক্ষায় সময় বেশি দিতে পারছে;অভিভাবকরা মাদরাসার দিকে জুকছে। দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সুখ- শান্তি ,সমৃদ্ধি কামনা করে মাওলানা হারুনুর রশিদ আজিজীর দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ