বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫ ।। ২১ কার্তিক ১৪৩২ ।। ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
মাসনা মাদরাসার  বার্ষিক মাহফিল—আত্মশুদ্ধি ও রূহানিয়্যাতের মহামিলন সৌদিতে সভা-সমাবেশ নিয়ে কঠোর সতর্কতা বাংলাদেশ দূতাবাসের ট্রাম্পের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয় জোহরান মামদানির প্রধান উপদেষ্টার কাছে জামায়াতে ইসলামীসহ ৮ দল স্মারকলিপি দেবে আজ প্রথম মুসলিম দেশ হিসেবে তামাক নিষিদ্ধের ঘোষণা দিল মালদ্বীপ 'বাঙ্গরাবাজার থানা’ উপজেলা হলে খুলে যাবে সম্ভাবনার নতুন দুয়ার হজ চুক্তি সই করতে সৌদি আরব যাচ্ছেন ধর্ম উপদেষ্টা জোটে ভোট কাটে রাজনীতির ঠোঁট ভারতের প্রেসক্রিপশনে আন্দোলন সফল হতে দেবে না জনগণ: মাওলানা ইউসুফী ‘বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি স্কুল-কলেজে ধর্মীয় শিক্ষক নিয়োগের চেষ্টা করব’

বন্যার্তদের পাশে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যার্তদের পাশে রহমাতুল্লিল আলমীন ফাউন্ডেশন

স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশন।

আজ রবিবার (২৪ আগস্ট) সংগঠনের আহ্বায়ক মুফতি সাখাওয়াত হোসাইন রাজীর নেতৃত্বে ছয়টি টিম ভাগ হয়ে নোয়াখালীর দুর্গত আটটি স্পট, লক্ষ্মীপুরের ছয়টি স্পট এবং ফেনীর ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা করে।

জানা গেছে, সংগঠনের সদস্যসচিব মুফতি আহসান শরীফের সমন্বয়ে  ত্রাণকার্যে বিশেষ ভূমিকা রেখেছেন যুগ্ম আহ্বায়ক মুফতি লুৎফর রহমান ফরাজী, যুগ্ম সদস্য সচিব মুফতি জাকারিয়া মাহমুদ, মুফতি রিজওয়ান রফিকী, মুফতি আব্দুল কাইয়ুম হানাফি, মুফতি মাহবুব হাসান, মাওলানা আব্দুর রহমান ফরিদী,  মাওলানা মানজুর হাসান নাদিম, মাওলানা নেয়ামত উল্লাহ, মুফতি  আবু ইউসুফ কাসেমী, মাওলানা মাহবুবুর রহমান, মুফতি মহিউদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম এবং দীনপ্রিয় ইসলামপ্রিয় সাধারণ জনতা।

দেশ ও প্রবাস থেকে মানুষ রাহমাতুল্লিল আলামিন ফাউন্ডেশনকে ভালোবেসে ত্রাণ কার্যক্রমে সহযোগিতা করেছেন। এজন্য সংগঠনের আহবায়ক মুফতি সাখাওয়াত হোসাইন তাদের কাছে কৃতজ্ঞা প্রকাশ করেছেন।

তিনি বলেন, বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ব সবার। সবাইকে এগিয়ে আসতে হবে।

প্রথম দিনের ত্রাণ কার্যক্রম সুন্দরভাবে সমাপ্ত হলেও কাজ শেষ হয়নি। নিরীহ, অসহায় মানুষের জন্য রহমাতুল্লিল আলামীন ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম চলবে, ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ