রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ বাগরাম বিমানঘাঁটি ফেরত না দিলে খারাপ কিছু ঘটবে, হুমকি ট্রাম্পের আ.লীগকে দল হিসেবে দ্রুত বিচারের আওতায় আনা উচিত : নাহিদ ইসলাম সিলেটে ১ মাস ধরে নিখোঁজ আবিদুল মিয়া সিলেট মহানগরীর ২০নং ওয়ার্ড যুব জমিয়তের আহবায়ক কমিটি গঠন সম্পন্ন পেশীশক্তি ও কালো টাকার দৌরাত্ম বন্ধে পিআর পদ্ধতির প্রয়োজন- আহমদ আবদুল কাইয়ূম জেদ্দায় হজ সম্মেলন ও প্রদর্শনী নভেম্বরে

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অনুষ্ঠান শেষে কুষ্টিয়া জেলা শাখার মজলিস নেতৃবৃন্দ- ছবি: সংগ্রহীত

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ৩টায় কুষ্টিয়া শহরের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মুমতাজুল উলূম মাদরাসা অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল লতিফ খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা ও অঙ্গ সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস কুষ্টিয়া জেলা শাখা, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ।

এর আগে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা মামুনুল হকের হাতে স্বপথ বাক্য পাঠ করার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সোমবার বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়। 

কমিটিতে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখায় নির্বাচিত হয়েছেন সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান, সিনিয়র সহ-সভাপতি মুফতী রেজাউল করিম,ক্বাজী রেজাউল হক, মাওলানা আব্দুল খালেক, মাওলানা উবাইদুল্লাহ, মাওলানা আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক মাওলানা আরিফুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী সাব্বির আহমাদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল্লাহ খালিদ, মাওলানা হাবিবুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা হাসান মুরাদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহসিন আলী, সহ-প্রশিক্ষণ সম্পাদক হাফেজ সাব্বির আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল মতিন, সমাজ কল্যাণ সম্পাদক মুফতী বসির উদ্দিন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক মুফতী আলমগীর হোসেন, সদস্য হাফেজ শাকিরুল ইসলাম সহ ৩১সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

সর্বোপরি দোয়া ও মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে আলোচনা সভা ও পূর্ণাঙ্গ কমিটি গঠন অনুষ্ঠান সমাপ্ত হয়।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ