বুধবার, ০৫ নভেম্বর ২০২৫ ।। ২০ কার্তিক ১৪৩২ ।। ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
একীভূত হওয়া ৫ ব্যাংকের অর্থ ও আমানত সুরক্ষিত থাকবে : গভর্নর ষড়যন্ত্রের প্রতিবাদে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় সম্মিলিত শিক্ষার্থী ফোরামের মানববন্ধন বৈষ্যমের বিরুদ্ধে সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করতে হবে পেঁয়াজের বাজার নিয়ন্ত্রনে সরকারকে ন্যাপের আহ্বান জুলাই সনদ বাস্তবায়ন ব্যতীত দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন সম্ভব নয়: কামাল হোসেন ঘূর্ণিঝড় টাইফুন কালমেগি আঘাত, নিহত বেড়ে ১০০, নিখোঁজ ২৬ নড়াইল-২ এনপিপির চেয়ারম্যানকে ‘গ্রিন সিগন্যাল’ ঢাকাস্থ বাজিতপুর-নিকলী উলামা পরিষদের মতবিনিময়, কর্মসূচি গ্রহণ মিসরে বাংলাদেশি ছাত্রদের সংগঠন ‘ইত্তিহাদ’-এর নতুন কমিটি দাওরায়ে হাদিস সনদধারীদের নিয়োগে ধর্ম উপদেষ্টার ডিও লেটার

কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় সাংবাদিক ফিরোজ আহমেদ গুরুতর আহত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে সন্ত্রাসী হামলায় স্থানীয় সাংবাদিক ফিরোজ আহমেদ গুরুতর আহত হয়েছেন। সোমবার ভোররাত ৫টার দিকে মিরপুর বিজিবি সেক্টরপাড়ায় নিজ বাসার সামনে নামাজ পড়তে যাওয়ার পথে একদল সন্ত্রাসী তাকে ইট, হাতুড়ি ও লোহার রড দিয়ে আঘাত করে।

প্রতিবেশীদের বরাতে জানা যায়, হামলার পর আশপাশের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

আহত ফিরোজ আহমেদ স্থানীয় দৈনিক আজকের সূত্রপাত-এর মিরপুর প্রতিনিধি, মিরপুর উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলো’র নির্বাহী পরিচালক। হামলার পর থেকে অভিযুক্ত মিলন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) হোসেন ইমাম বলেন, “তার মাথায় গুরুতর আঘাত রয়েছে, পায়েও আঘাতের চিহ্ন আছে। তিনি এখনও আশঙ্কামুক্ত নন।”

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম জানান, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ