মৌলভীবাজার প্রতিনিধি
প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মৌলভীবাজারের শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপ। আনন্দ-উৎসবের পরিবর্তে তারা দিনটি উদযাপন করেছে পথশিশু ও হতদরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে।
বুধবার (১৩ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় সংগঠনের পক্ষ থেকে দুই শতাধিক সুবিধাবঞ্চিত মানুষের হাতে প্যাকেটজাত দুপুরের খাবার তুলে দেওয়া হয়। দিনটি ঘিরে সকাল থেকেই সংগঠনের সদস্যরা প্রস্তুতি নেন এবং বিকেলে স্টেশনের খোলা প্রান্তর রূপ নেয় এক মানবিক মিলনমেলায়।
শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের সভাপতি মো. মকবুল হোসেন বলেন, “আমাদের যাত্রা শুরু হয়েছিল মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে। আনন্দ-উৎসবের পরিবর্তে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এই সেবার ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বলেন, “মানুষ মানুষের জন্য—এই বিশ্বাসে আমরা কাজ করছি। সবার সহযোগিতা পেলে শ্রীমঙ্গলের আরও বেশি সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারব।”
স্থানীয় বাসিন্দারা সংগঠনের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “বর্তমান সময়ে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছে। শ্রীমঙ্গল ভলান্টিয়ারস গ্রুপের এই সেবামূলক কর্মসূচি অনুপ্রেরণাদায়ক।”
অনুষ্ঠানটি সফল করতে সংগঠনের সদস্যদের পাশাপাশি স্থানীয় শুভানুধ্যায়ীরাও সহযোগিতা করেন।
এসএকে/