বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ ।। ৩০ শ্রাবণ ১৪৩২ ।। ২০ সফর ১৪৪৭

শিরোনাম :
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আইনি ভিত্তি দিয়ে জুলাই সনদ প্রণয়ন করতে হবে: খেলাফত মজলিস ৭২ ঘণ্টার মধ্যে ২০ জেলায় বন্যার আশঙ্কা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের হত্যার হুমকিদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে: ইঞ্জিনিয়ার আশরাফুল আলম পুলিশের সামনে অস্ত্র বের করলে গুলির নির্দেশ সিএমপি কমিশনারের সংস্কার কমিশনে ৩৬৭ সুপারিশের মধ্যে ৩৭টি বাস্তবায়িত: শফিকুল আলম আগামী সপ্তাহে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা: ইসি সচিব শারীরিকভাবে অক্ষমদের হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা চিকিৎসা অবহেলার কারণে আল্লামা সাঈদী ইন্তেকাল করেছেন: জামায়াত আমির ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন, কেক না কাটার নির্দেশ উপদেষ্টাদের মধ্যে যারা রাজনীতি করবেন তাদের পদত্যাগ করা উচিৎ: আসিফ মাহমুদ

ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুর নতুন ব্রিজ এলাকায় দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, যশোর থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস এবং ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী দর্শনা ডিলাক্স বাসটি ব্রিজের ওপর মুখোমুখি ধাক্কা খায়। ঘটনাস্থলেই এক নারী নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুইজন পুরুষ মারা যান। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আরিফুজ্জামান চাঁন জানান, সংঘর্ষের পর ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয় এবং আহত অন্তত ১৫ জনকে উদ্ধার করা হয়।

ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।” হতাহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

করিমপুর হাইওয়ে থানার ওসি মো. সালাউদ্দিন চৌধুরী বলেন, “দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নারী ঘটনাস্থলেই নিহত হন এবং দুইজন পুরুষ হাসপাতালে মারা যান। নিহতদের পরিচয় যাচাই চলছে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ