শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

শরীয়তপুরে অ্যাম্বুলেন্স আটকে রাখায় নবজাতকের মৃত্যু, মূল হোতা গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে রোগী বহনকারী অ্যাম্বুলেন্স আটকে রাখার কারণে এক নবজাতকের মৃত্যু ঘটেছে। ঘটনার মূল হোতা সবুজ দেওয়ানকে শনিবার ভোরে র‍্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত সবুজ দেওয়ান (২৮) সদর উপজেলার ধানুকা এলাকার আবু তাহের দেওয়ানের ছেলে। শিশুর বাবা নূর হোসেন সরদার শুক্রবার রাতে সবুজ দেওয়ানসহ ৫ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা করেছেন।

মামলার এজাহার অনুযায়ী, ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের ছাতিয়ানী এলাকার নূর হোসেনের স্ত্রী রুমা বেগম বৃহস্পতিবার দুপুরে নিউ মেট্রো ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি ছেলে সন্তানের জন্ম দেন। শিশুটি কিছুটা অসুস্থ থাকায় তারা রাতে ঢাকায় নেওয়ার জন্য একটি ভাড়া অ্যাম্বুলেন্সে রওনা হন।

কিন্তু স্থানীয় অ্যাম্বুলেন্স চালক সবুজ দেওয়ান ও আবু তাহের দেওয়ান অ্যাম্বুলেন্সটি আটকে রাখে এবং চালকের কাছ থেকে জোরপূর্বক চাবি নিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করে। দীর্ঘ ৪০ মিনিট আটকে রাখার কারণে শিশুটি পথেই মারা যায়।

র‍্যাব-৮ এর কোম্পানি কমান্ডার ও পুলিশ সুপার মীর মনির হোসেন জানিয়েছেন, “ঘটনার খবর পেয়ে আমরা অপরাধীদের গ্রেফতারে তৎপর হই। গোপন সংবাদের ভিত্তিতে মূল হোতা সবুজ দেওয়ানকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের কাজও চলছে।”

শিশুর বাবা নূর হোসেন সরদার দাবি করেছেন, “প্রত্যেক অপরাধীকে দ্রুত আইনের আওতায় আনা হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করার সাহস না পায়।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ