শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
বকেয়া বেতনের দাবিতে ভালুকায় শ্রমিকদের মহাসড়ক অবরোধ শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র

ঢাকা-১৮ আসন বিভক্তির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বৃহত্তর উত্তরার আওতাধীন ঢাকা-১৮ সংসদীয় আসনের তুরাগ থানার অন্তর্গত ৫২, ৫৩ ও ৫৪নং ওয়ার্ড ঢাকা-১৮ থেকে কর্তন করে ঢাকা-১৬ মিরপুর অঞ্চলের সাথে সংযুক্তির প্রতিবাদে সোমবার (২৫ আগস্ট) বিকাল ৫টায় উত্তরা আজমপুর মেইন রোডে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক সমাজের আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক শিল্পো উদ্যোক্তা মোহাম্মদ এনামুল হক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঢাকা-১৮ আসনের দেওয়াল ঘড়ি মার্কায় সংসদ সদস্য পদপ্রার্থী খেলাফত মজলিস ঢাকা মহানগর উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকার।

নাগরিক সমাজের অন্যতম সদস্য মাহমুদুল হাসান রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সচেতন নাগরিক সমাজের সদস্য ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোহাম্মদ গোলাম হামিদ। ৫৩ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষানুরাগী প্রভাষক মোঃ হাবিবুর রহমান প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ঢাকা- ১৮ আসন বিভক্তির কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলনের মধ্য দিয়ে এই সুগভীর ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তিনি আরো বলেন, নাগরিকদের সুযোগ-সুবিধা তাদের দোরগোড়ায় পৌঁছিয়ে দেওয়া  রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। অতএব অন্তবর্তী সরকারের কাছে উদাত্ত আহবান অনতিবিলম্বে জনগণকে তাদের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে জনজীবনকে বিপর্যস্ত করার এহেন ষড়যন্ত্র বন্ধ করতে হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ